Thursday, December 9, 2021

বর ঘোড়ার রথে, ক্যাটরিনা পালকিতে

ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফের বিয়ে এখন আর গুঞ্জন নয় কোলাজ

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের আজ বিয়ে। বলিউডের এই তারকা জুটির পরিণয়ের দিকে চেয়ে আছে বলিউড আর বিশ্বের ভক্তকুল। বিয়ে নিয়ে তাই উঠে আসছে নানা রকম খবর।

ইতিমধ্যে ১৫ টন ফুল পৌঁছে গেছে রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্সেস দুর্গে, যেখানে বসছে ভিকি-ক্যাটের বিয়ে আসর। ৭০০ বছরের পুরোনো এই দুর্গের ভেতর ও বাইরের সাজসজ্জা প্রায় শেষ। শুরু হয়েছে বিয়ের পূজা।
বরযাত্রী সাফা আর শেরওয়ানি পরে রাজপুতানাদের সাজে বিয়ের আসরে আসবেন। ঐতিহ্যবাহী গাড়িতে করে সেখানে হাজির হবেন ভিকি কৌশল।

বরযাত্রীকে গোলাপ আর সুগন্ধি দিয়ে স্বাগত জানাবে কনেপক্ষ। এরপর সাদা ঘোড়ায় টানা রথে চেপে বিয়ের মণ্ডপে যাবেন ভিকি, আর ক্যাটরিনা আসবেন পালকি চড়ে। জানা গেছে, বিয়ের মণ্ডপ রাজওয়াড়াদের মতো সাজানো হয়েছে। দুপুরেই বর-কনের মণ্ডপে পৌঁছানোর কথা।

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের আজ বিয়ে
ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের আজ বিয়ে
কোলাজ


হিন্দু রীতি মেনে তাঁদের বিয়ের প্রক্রিয়া শুরু হবে। সন্ধ্যায় তাঁরা সাত পাকে বাঁধা পড়বেন। এরপর থাকবে রাজকীয় নৈশভোজ। সেই ভোজ শেষে আছে পুলসাইড পার্টি। সিক্স সেন্সেস ফোর্টে পৌঁছে গেছে ৮০ কেজি মিষ্টিজাতীয় খাবার। সেসবের মধ্যে আছে গুজরাটি বখলায়া, মুগডালের বরফি, চকো বাইট, কাজু পানসহ আরও নানা কিছু।


ক্যাটরিনা– ভিকি
ক্যাটরিনা– ভিকি 
ছবি: ইনস্টাগ্রাম


গতকাল দুপুরে ভিকি ও ক্যাটের গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে। এদিন হবু দম্পতি পরেছিলেন হলুদ রঙের পোশাক, সঙ্গে অতিথিরাও। সব মিলিয়ে জমে উঠেছে ভিকি আর ক্যাটরিনার বিয়ে। করণ জোহর, ফারাহ খান, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদিসহ প্রায় ৬০ জন অতিথি দুর্গে পৌঁছে গেছেন।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: